- নারায়ণগঞ্জ, ফতুল্লা, শহরের বাইরে
- ফতুল্লায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪
মানবতার আরেক নাম এসআই জাহাঙ্গির আলম
- আপডেট টাইম : ডিসেম্বর, ৮, ২০২১, ৪:৪৪ অপরাহ্ণ
- 12 পড়েছেন
মিজানুর রহমান, নারায়ণগঞ্জ প্রতিদিন:
ফতুল্লা মডেল থানার ৮নং কাশিপুর বিট পুলিশের এসআই মো. জাহাঙ্গির আলমকে মানবতার প্রতিক বলা যায়।তিনি পুলিশ লকডাউন নামে একটি নাটক তৈরি করে দেখিয়েছেন দেশবাসিকে কিভাবে জনগন পুলিশের সহযোগিতা পাবে।
নি:স্বার্থ মানবাধিকার সোসাইটি ফতুল্লা থানা শাখার উদ্দেগে কাশীপুর বিট পুলিশিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম কে জনগনের দূয়ারে প্রতিদিন আইনী সহায়তা পৌছে দিয়ে সেবা করার জন্য ক্রেষ্ট দিয়ে সম্মানীত করা হয় ৷ ফতুল্লা মডেল থানার এস আই জাহাঙ্গীর আলম ৷ কাশীপুর ৮ নং বিট পুলিশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাশীপুরের সাধারন মানুষকে প্রতিদিন নির বিছিন্ন ভাবে আইনী সহায়তা দেয়ায় ৷ নি: স্বার্থ মানবাধিকার সোসাইটির ফতুল্লা থানা শাখার সভাপতি আল আমিন , সাধারন সম্পাদক অশোক সরকার ও কাশীপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক ছানাউল্লাহ এস আই জাহাঙ্গীর আলমের হাতে এই ক্রেষ্ট তুলে দেন ৷ এ সময় এলাকার স্থানীয় আরো অনেক গন্য মান্য ব্যাক্তি বর্গ গন উপস্থিত ছিলেন ৷
তিনি এলাকার বিভিন্ন ভাঙা রাস্তায় রাতের আধারে সাধারন জনগনের ও জানজট নিরসনের জন্য বালু ও ইটের কনা দিয়ে আসছে। বিভিন্ন স্কুলে গিয়ে ছোট ছোট শিক্ষার্থীদের দিচ্ছে করোনা মোকাবেলার শিক্ষা ও মাস্ক পড়ার আহ্বান।