ল্যাপটপে জল পড়ে গিয়েছে? মুহূর্তে এই কাজগুলি করলে হবে না কোনও ক্ষতি

ল্যাপটপে জল পড়ে গিয়েছে? মুহূর্তে এই কাজগুলি করলে হবে না কোনও ক্ষতি

জলের কারণে আপনার কী কী ক্ষতি হতে পারে, সেটা জানা থাকলেও বুঝতে পারবেন জল পড়ার পর ল্যাপটপের কোনও অংশের কাজ সঙ্গে সঙ্গে বন্ধ করা উচিত। আপনি যদি বাড়িতে ল্যাপটপ খুলতে পেরে থাকেন, তাহলে জল পড়ার পর ল্যাপটপের সব অংশ খুলে রাখুন। যাতে জল শুকিয়ে যায়। না হলে বাড়ির পাশের দোকানটিতে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যান, তাঁরা খুলে সবটা শুকিয়ে দিতে পারবেন। ছবি: পিক্সাবে

Explore More Districts