পাবনায় পরিত্যক্ত ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব

পাবনায় পরিত্যক্ত ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব

বার্তাকক্ষ : র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের সদস্যরা বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে পাবনা সদর থানার হেমায়েতপুর বেতেপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র ১ টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র পাবনা সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

Explore More Districts