এথেন্স এথনোগ্রাফিক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ডাক পেল ‘হাউস অফ লাইট’

এথেন্স এথনোগ্রাফিক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ডাক পেল ‘হাউস অফ লাইট’

এথেন্স এথনোগ্রাফিক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ডাক পেল ‘হাউস অফ লাইট’
মাহমুদ হাসান কায়েশের চলচ্চিত্র ‘হাউস অফ লাইট’কে ১২তম এথেন্স এথনোগ্রাফিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য মনোনীত করেছে জুরিবোর্ড। ২৫ নভেম্বর শুরু হবে এই উৎসব, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। দৃশ্যমাধ্যমে নৃবিজ্ঞানের প্রচার-প্রসার উৎসাহিত করতে ২০১১ সাল থেকে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর আগে যুক্তরাজ‍্যের ওয়ান ওয়ার্ল্ড মিডিয়া অ্যাওয়ার্ডস এবং নাহেমি ক্যানন শর্টফিল্ম ফেস্টিভ্যালেও মনোনয়ন পেয়েছিল ‘হাউস অফ লাইট’।

Explore More Districts