গাজা থেকে মিসর, খরুচে ও অপমানের যাত্রাপথ

গাজা থেকে মিসর, খরুচে ও অপমানের যাত্রাপথ

সীমাহীন দুর্ভোগের এই যাত্রা ফিলিস্তিনিদের জন্য ভয়ানক অপমানকর। আহমেদ বলেন, ‘এটা আমাকে ভেতর থেকে মেরে ফেলেছে। গাজার অধিবাসীদের সঙ্গে ভয়ংকর খারাপ আচরণ করা হয়। যেন আমরা সবাই সন্ত্রাসী।’ গাজায় ফিরে তাঁর হতাশা চরমে পৌঁছায়। তিনি জানতে পারেন, যাঁরা ভিআইপি সেবার জন্য বাড়তি টাকা খরচ করেন, তাঁরা মাত্র এক দিনেই কায়রো থেকে গাজায় আসতে পারেন।

নিবন্ধন, গাড়িভাড়া, কাগজপত্র ঠিক করাসহ কায়রো যাওয়ার জন্য ভ্রমণ কোম্পানি এক হাজার ডলার করে নেয়। ফেরার জন্য গুনতে হয় আরও ৬০০ ডলার। বেশির ভাগ গাজাবাসীর জন্য এ খরচ জোগাড় করা অসম্ভব। মিসরীয় মালিকানাধীন একটি কোম্পানি এ ব্যবসা পরিচালনা করে। ফিলিস্তিনি অর্থনীতিবিদ ওমর শাবান বলেন, চলাচলের জন্য গাজাবাসীদের বড় অঙ্কের টাকা গুনতে বাধ্য করানো মিসরের জন্য বাজে একটা কৌশল। সীমান্ত ব্যবসা তাদের টাকা বানানোর একটা বড় ক্ষেত্র।

এএফপি থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত
গিওম ল্যাভালি এএফপির জেরুজালেমের ব্যুরো প্রধান

Explore More Districts