গোপালগঞ্জে বিনাধান-২২ নিয়ে মাঠ দিবস
গোপালগঞ্জ প্রতিনিধি
আমন, বোরো ও আউশ মৌসুমে চাষাযোগ্য উচ্চ ফলনশীল বিনাধান-২২ নিয়ে মাঠ দিবস হয়েছে গোপালগঞ্জে।
আজ সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিনার মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. অরবিন্দু কুমার রায়।
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষক পরিতোষ মন্ডল, বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ফার্ম ম্যানেজার মোঃ আলমগীর কবির, কৃষি সম্প্রসারণের উপসহকারী কৃষি কর্মকর্তা লিটন বালা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এরআগে ওই গ্রামের পরিতোষ মন্ডলের জমির ধান কেটে পরিমাপ করে জানানো হয় প্রতি একরে বিনাধান-২২ সাড়ে ৭ টন ফলন দিয়েছে। # মনোজ সাহা
এ জাতীয় আরো খবর..