Advertisement
যারা মাদক বিক্রি ও সেবন করে তাদের সাথে কোন আপষ নয় বরং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন । সেই সঙ্গে যারা মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রশ্রয় দেয় তাদেরও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
শনিবার বিকেলে লক্ষ্মীপুর সদর থানায় তার অফিস কক্ষে এই প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মাদক বিক্রেতাদের কড়া হুঁশিয়ারি দিয়ে ওসি জসীম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে মডেল থানা পুলিশ কঠোর অবস্থানে । মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। এর বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছি আমরা। কাজেই যারা মাদকের সঙ্গে জড়িত আছেন তারা সময় থাকতে ভালো হয়ে যান।
জসীমউদ্দিন আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপষ নেই। মডেল থানা পুলিশ জনগণের পাশে আছে। যেকোনো প্রয়োজনে বা মাদক বিক্রেতাদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, সদর মডেল থানার এই অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন টানা ৯ম বারের মত জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হোন। পাশাপাশি তিনি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে জসীম উদ্দিন অফিসার ইনচার্জ হয়ে সর্বপ্রথম চন্দ্রগঞ্জ থানায় যোগদান করেন।
এসএম