- নারায়ণগঞ্জ, ফতুল্লা
- ফতুল্লায় কাপড়ের রং মিশিয়ে আইসক্রীম তৈরী. জরিমানা ৫০ হাজার
রূপগঞ্জে তিন বছরের সানজিদা নিখোঁজ
- আপডেট টাইম : নভেম্বর, ১০, ২০২১, ৭:০০ অপরাহ্ণ
- 14 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিনঃ
রুপগঞ্জ থেকে গত ৯ নভেম্বর বিকাল তিনটায় সময় ভুলতা পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে তাঁত বাজার মার্কেটের তিন তলা থেকে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। সানজিদার মা রোমা আক্তার এই ব্যপারে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, সানজিদার পিতা বাছির উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার সুখিয়া এলাকায়। বাছির উদ্দিন দীর্ঘদিন যাবৎ ভুলতা এলাকায় আব্দুল হক সুপার মার্কেট মালিক আরশাফ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে গাউছিয়া এলাকায় ব্যবসা করে আসছে।
বাছির উদ্দিন জানান, সানজিদার মা রোমা আক্তার তাঁতবাজারের এমব্রয়ডারি কারখানায় দুই বছর যাবৎ চাকরী করে আসছে।আমি কাজে বাহিরে থাকি তাই মায়ের সাথে কাজের জায়গাতে নিয়ে যায়, প্রতিদিনের ন্যায় গতকাল মেয়েকে নিয়ে তাঁতবাজারে কাজে যায় , তিনটার দিকে কাজে ব্যস্থ থাকায় মেয়ের দিকে খেয়াল ছিলোনা।
এসময় সানজিদা আমাকে ছেড়ে বাহির হাঁটাহাঁট করতে থাকে। এক পর্যায় বাহিরে এসে মেয়েকে খুঁজে পাওয়া যায়নি। সম্ভব্য স্থানে খুঁজে না পাওয়ায় থানায় একটি সাধারণ ডাইরি করেন সানজিদার মা রোমা আক্তার। মেয়েকে হারিয়ে রোমা আক্তার পাগল প্রায়