ইউনিয়নগুলোর গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় অলি-গলি প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীরা রাত দিন একাকার করে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। এবারের নির্বাচনে উপজেলায় মোট ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষতি মহিলা সদস্য ২শ’ ৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫শ’ ৮৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে এবারে মোট প্রার্থী ৯শ’ ৮ জন। এ নির্বাচনে ১৩ টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৪ হাজার ১শ’ ৪৬ জন। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচনের ভোট গ্রহন।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে এমারুল ইসলাম সাবিন (নৌকা), মাহবুবর রহমান মুকুল (লাঙ্গল) ও জুলফিকার আলী, সাহাপাড়ায় ইউনিয়নে মো: গোলাম মওলা(চশমা), মো: মশিউর রহমান সরকার(আনারস), মো: আনোয়ার হোসাইন (মটর সাইকেল), মো: রেকায়েতুল ইসলাম (নৌকা), রেজওয়ান সরকার (ঘোড়া) ও শাহ মো: মাহফুজ (দুটি পাতা), রামচন্দ্রপুর ইউনিয়নে ফরহাদ কামাল বিপুল (চশমা), রফিকুল ইসলাম পি. মজিবর (অটোরিক্সা), মো: মির্জা হাসান (মটর সাইকেল), রফিকুল ইসলাম পি. সোবহান (দুটি পাতা), মো: মোসাব্বীর হোসেন (আনারস), আবুল কালাম আজাদ (ঘোড়া) ও জাহিদুল ইসলাম সরদার (নৌকা), কুপতলা ইউনিয়নে আবু তালেব মো: মোফাখুরুল ইসলাম (অটোরিক্সা), মো: ইলিয়াস হোসেন (মটর সাইকেল), মো. ইমাম হাসান মিলন (আনারস), মো: মাহমুদুন্নবী সরকার (ঘোড়া), মো: তাজুল ইসলাম (নৌকা) ও রফিকুল ইসলাম সরকার (চশমা), লক্ষীপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ (মটর সাইকেল), মোস্তাফিজুর রহমান বাদল (চশমা),
শাহজাহান আলী প্রামানিক (নৌকা) ও আয়নাল হক তালুকদার (আনারস), মালিবাড়ীতে টিআইএম নাজমুল হুদা বাদল (ঢোল), মো: আলী আজম শাহ (আনারস), খোরশেদ আলম খুশি (অটোরিক্সা), জাহাঙ্গীর আলম (কাস্তে), মোশারফ হোসেন (চশমা), মোস্তাফিজুর রহমান (মটর সাইকেল), মো: শাহীন মিয়া (নৌকা) ও সোয়েব মো: রাসেল (ঘোড়া), ঘাগোয়া ইউনিয়নে এএমএম আনজুনুর জামান বকসী ডিজু (আনারস), মো: আব্দুর রউফ মিয়া ( মটর সাইকেল) ও মো: আমিনুর জামান রিংকু (নৌকা), গিদারীতে গোলাম ছাদেক লেবু (মটর সাইকেল), ছাদেকুল ইসলাম (কাস্তে), মকবুল হোসেন (আনারস), মতিয়ার রহমান মতিন (ঘোড়া) ও মো: হারুনুর রশীদ ইদু (নৌকা), কামারজানি ইউনিয়নে মো: মহিউল ইসলাম (নৌকা), মতিয়ার রহমান (আনারস),
নুরুন্নবী সরকার ছকমল (ঘোড়া), মো: এমদাদুল (কাস্তে), মো: আসাদুজ্জামান (চশমা), মো: আবদুস সালাম জাকির (মশাল) ও আব্দুল কাদের (ডাব), মোল্লারচরে মো: আব্দুল মতিন (আনারস), মো: ওবায়দুল হক (ঘোড়া) ও সাইদুজ্জামান সরকার (নৌকা), বাদিয়াখালী ইউনিয়নে আতিকুর রহমান আতিক (ঘোড়া), রফিকুল ইসলাম মুজকুরি ফিরোজ (মটর সাইকেল), মো: ফরিদ কবির (নৌকা), মো: সাফায়েতুল হক (আনারস) ও আতোয়ার রহমান (চশমা), বোয়ালী ইউনিয়নে আনিছুর রহমান নাদিম (মটর সাইকেল), আবু বক্কর সিদ্দিক (আনারস), এএম মাজেদ উদ্দিন খান আব্দুল্লাহ (লাঙ্গল), জাহিদুল ইসলাম (ঘোড়া), শামসুল আলম (চাকা), ফিরোজ কবির (রজনীগন্ধা), শহিদুল ইসলাম সাবু (চশমা), খায়রুল ইসলাম (নৌকা),
একেএম ওমর ফারুক (ঢোল) ও নাজমুল হক খান (টেলিফোন), খোলাহাটি ইউনিয়নে মাহমুদ সারওয়ার মুক্তা (নৌকা), মো: আনছার আলী (টেবিল ফ্যান), মো: ইউনুস আলী দুখু (আনারস), কাজী ইব্রাহিম খলিল উলফাত (অটোরিক্সা), দেলোয়ার খান দুলু (মটর সাইকেল), মো: মাসুম হক্কানী (ঘোড়া), মিজানুর রহমান মিজান (লাঙ্গল), মো: শাহজাহান সরকার (টেলিফোন) ও শেখ সামাদ আজাদ (চশমা)।