চাটমোহরে সেমি অটো ব্রিকস্ মেশিনে ইট তৈরী শুরু

চাটমোহরে সেমি অটো ব্রিকস্ মেশিনে ইট তৈরী শুরু

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা: পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের চাটমোহর মান্নান নগর সংযোগ সড়কের পাশে বওশা ব্রিজের কাছে ডি এস এ ব্রিকস্ ফিল্ডে চায়না প্রযুক্তির তৈরী অত্যাধুনিক সেমি অটো দুইটি ব্রিকস্ মেশিনে ইট কাটা শুরু হয়েছে ।

ডি এস এ ব্রিক ফিল্ডের ব্যবস্থ্যাপনা পরিচালক মোস্তফা কামাল দুলাল জানান, সঠিক সাইজের, গুনগত মানসম্মত ইট দিয়ে গৃহ নির্মাণকারীদের মজবুত ও টেকসই নির্মাণ স্থাপনা তৈরীর লক্ষ্যে এই আধুনিক ইট উৎপাদন কাজ শুরু করলাম।

তিনি জানান, এখানে হাতের স্পর্শ ছাড়াই দুটি মেশিনে প্রতিদিন ৫০ হাজার ইট বের হবে। এজন্য লেবার সর্দার শহিদুল ইসলামের নেতৃত্বে ৪০জন লেবার বাইরে থেকে আনা হয়েছে। এই ইট তৈরীতে জ্বালানি ও মাটির খরচ একটু বেশী হলেও অন্যান্য ক্ষেত্রে সুবিধা আছে । যেমন- শ্রম সাশ্রয়ী, আলাদা ভাবে ইঠ শুকানোর ঝামেলা নাই, ঝড় বৃষ্টিতে ইট নষ্ট হয় না, ইট মসৃন হয়, বালি কম লাগে ইত্যাদি।

তাছাড়া যারা ভবন বা স্থাপনা তৈরী করবেন তাদেরও খরচ সাশ্রয় হবে । যেমন- বালি ও সিমেন্ট কম লাগে, ইট খরচ কম হয় । সাধারণ ইট ১০০০ লাগলে এই ইট লাগবে ৮০০, বিল্ডিং মজবুত হয় ।

ব্রিক ফিল্ডের মালিক কামাল মোস্তফা দুলাল আরও জানান, বর্তমানে এলাকার মানুষের এই ইটের চাহিদা বেশী। তাছাড়া পার্শ্ববর্তী আটঘরিয়া, ভাঙ্গুড়া, ফরিদপুর ও তাড়াশ উপজেলার কোন ব্রিকস্ ফিল্ডেই অটো মেশিন নেই। আমিই চলনবিল এলাকায় প্রথম শুরু করেছি। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই অটো মেশিনের এই নতুন ইট বিক্রি শুরু হবে। সাধারণ ইটের দাম যেখানে ৭০০০-৭৫০০ টাকা, সেখানে অটো মেশিনের এই ৮০০০-৮৫০০ টাকায় পাওয়া যাবে ।

Explore More Districts