সিনিয়রদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হয়নি : পাপন

সিনিয়রদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হয়নি : পাপন

স্কটল্যান্ডের কাছে হারের পর দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পরও তার রেশ থেকে গেছে বাংলাদেশ দলে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও নিজের অবস্থানে স্থির থাকছেন পাপন।

চাঁছাছোলা সমালোচনায় গণমাধ্যমের প্রতি রিয়াদের ক্ষোভ প্রকাশ
চাঁছাছোলা সমালোচনায় গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন রিয়াদ। ফাইল ছবি

সুপার টুয়েলভ নিশ্চিত হওয়ার পর অসন্তোষ জানিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন, ‘খারাপ খেলেছি, অবশ্যই সমালোচনা হবে। কারও ব্যথা থাকে, কারও অনেক ধরনের ইঞ্জুরি থাকে। ওগুলো নিয়েই আমরা খেলি। দিনের পর দিন পেইন কিলার খেয়েই আমরা খেলি। হয়ত অনেকেই এগুলো জানে না। এজন্য কমিটমেন্ট নিয়ে কখনও প্রশ্ন করা ঠিক না।

Advertisment

তবে বিসিবি সভাপতির দাবি, সিনিয়র ক্রিকেটারদের কমিটমেন্ট নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি। সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘ও বলেছে কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হলে ওদের কষ্ট লাগে। ওদের কমিটমেন্ট নিয়ে কেউ প্রশ্ন তুলেছে বলে আমার জানা নেই। আমি ছাড়া তো বিসিবির কেউ নেই কথা বলার। যা বলেছি আমিই বলেছি। এখানে কমিটমেন্ট নিয়ে কোনো কথা বলা হয়নি।’

পাপনের দাবি, রিয়াদ আবেগতাড়িত হয়ে এমন কথা বলছেন। এ প্রসঙ্গে তিনি টেনে এনেছেন রিয়াদের টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তের বিষয়টিও।

হার মেনে নিতে না পারলেও দলকে অভয় দিয়েছেন পাপন 
ওমানে গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি। ফাইল ছবি

বিসিবি সভাপতির ভাষ্য, ‘দ্বিতীয়ত ওদের ছোট করার কথা বলা হয়েছে। এসব আবেগি কথাবার্তা। এটা (আবেগপ্রবণতা) তো জিম্বাবুয়ে টেস্টেও দেখলাম। হঠাৎ টেস্টে গিয়ে সেঞ্চুরি করে… তখনও দ্বিতীয় ইনিংস বাকি। ও ড্রেসিংরুমে গিয়ে ঘোষণা করে দিল আমি আর খেলব না। এখন আবার এই কথা বলছে। ও বলেছে এখন কী করব।’

পাপন স্পষ্টভাবে এও জানিয়েছেন, স্কটল্যান্ড ম্যাচের পর ক্ষোভ প্রকাশ করে তিনি যেসব কথা বলেছেন, এখনও তাতে স্থির থাকছেন, ‘আমি যা বলেছি তাতে আমি স্থির থাকছি। সহযোগী দেশের কাছে যদি এভাবে হেরে যায়? একটা দল হারতেই পারে। কিন্তু এটা তো আত্মসমর্পণ মনে হয়েছে!’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Explore More Districts