
সময়ের কন্ঠস্বর ডেস্ক: ঢাকার যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৬ যাত্রী আহত হয়েছেন। বাসটি গুলিস্তান থেকে ডেমরা রুটে চলাচল করত।
দায়িত্বরত ট্রাফিক পুলিশ গণমাধ্যমকে জানিয়েছেন, গুলিস্তান থেকে ডেমরা রোডে চলাচলকারী আসিয়ান (ঢাকা মেট্রো ব- ১৪-৬৮৫৬) নামে ওই বাসটি সন্ধ্যা ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে পাঁচ থেকে ছয়জন যাত্রী আহত হয়েছেন।
ওয়ারি ট্রাফিক জোনের সার্জেন্ট বি এম বদরুল আলম বলেন, বাসটি গুলিস্তান থেকে ডেমরার দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে দ্রুতগতিতে ফ্লাইওভারের ওপরে মোড়ে টার্ন নিতে গিয়ে ডিভাইরের ধাক্কা লেগে উল্টে যায়।ঘটনার পরই পালিয়ে যান বাসচালক ও হেলপার। এদিকে ঘটনার পর প্রায় এক ঘণ্টা ফ্লাইওভারে যান চলাচল বন্ধ থাকে। পরে সাড়ে ৭টার দিকে বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল শুরু হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে আহত কাউকে আমরা পাইনি। পুলিশ রেকার দিয়ে বাসটি সরিয়ে নিয়েছে।