দেখে নিন বিশ্বকাপ উপলক্ষে যমুনা টেলিভিশনের আয়োজনসমূহ

দেখে নিন বিশ্বকাপ উপলক্ষে যমুনা টেলিভিশনের আয়োজনসমূহ

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ টি-টোয়েন্টির এবারের আসর। আর প্রতিবারের মতো এবারও বিশ্বকাপ ঘিরে যমুনার টেলিভিশনের থাকছে বিশেষ বিশেষ সব আয়োজন। দেখে নিন এবারের আয়োজনসমূহ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব খবর জানাতে যমুনা টেলিভিশনের প্রথম আয়োজন থাকছে সকাল নয়টায়। নগদের সৌজন্যে মাস্কাট ও দুবাই থেকে সহকর্মী তাহমিত অমিতের পাঠানো তরতাজাসব খবর সাজানো হবে রোড টু দুবাই-এ। ম্যাচের আগে-পরে ম্যাচের সব ঘটনা নিয়ে স্টুডিও থেকে সেই অনুষ্ঠানে যোগ দেবে দুইজন ক্রিকেটপ্রেমি দর্শক।

বিশ্বকাপ ক্রিকেটসহ অন্যসব সব খবর নিয়ে সকাল সাড়ে ১০ টা থেকে থাকছে টি-টোয়েন্টি কার্নিভাল। এরপর দিনের ম্যাচের আগে দুপুর সাড়ে ৩ টা থেকে মেগা ডিজিটাল স্কেলের সৌজন্যে প্রচারিত হবে ক্যাপ্টেন্স টেবিল। সহকর্মী মানজুর মোরশদের উপস্থাপনায় সেই আয়োজনে থাকবেন ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের একজন।

রাত ৮ টা থেকে কনকা’র সৌজন্যে থাকবে স্পোর্টস লাইভ। আর রাত সাড়ে ১২ টা থেকে দিনের ম্যাচ আর ঘটে যাওয়া সব ঘটনার চুলচেড়া বিশ্লেষণ থাকবে সৈয়দ আবিদ হোসেন সামি’র উপস্থাপনায় এক্সপার্টস টেবিল। সেখানে উপস্থিত থাকবেন একজন ক্রিকেট বিশেষজ্ঞ।

Explore More Districts