মাগুরা সদর উপজেলার পূজা মন্ডপে সরকারি অনুদানের ১২৮ মেট্রিক টন চালের ডিও বিতরন। Magura news

মাগুরা সদর উপজেলার পূজা মন্ডপে সরকারি অনুদানের ১২৮ মেট্রিক টন চালের ডিও বিতরন। Magura news

বিশেষ প্রতিবেদক-

সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন, সনাতন ধর্মালম্বীদের
ধর্ম পালনে সরকারি অনুদান ও সহায়তা দান করে শেখ হাসিনার সরকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ শুক্রবার মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫৬ টি পূজা মন্ডপের কর্মকর্তাদের কাছে প্রতি মন্ডপে সরকারের বরাদ্দকৃত অনুদানের
৫০০ কেজি করে মোট ১২৮ মেট্রিক টন চালের ডিও হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতা দান কালে এসব কথা বলেন। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকতা ইয়াসিন
কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আবু নাসির বাবলু,
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট প্রদু্যুৎ কুমার সিংহ ও স্থানীয়
নেতৃবৃন্দ। সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সনাতন ধর্মালম্বীদের
দূর্গাপূজা মন্ডপে ও পূজা প্রাঙ্গনে পূজার ভাবগাম্ভীর্য বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার
জন্য সকলের প্রতি আহবান জানান।

মাগুরা সদর উপজেলার পূজা মন্ডপে সরকারি অনুদানের ১২৮ মেট্রিক টন চালের ডিও বিতরন। Magura news

Explore More Districts