মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু | ctgnews.com

মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু | ctgnews.com
মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

       

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সিদরাতুল মুনতাহা মুক্তা (১১) নামে এক মাদ্রাসাছাত্রী মৃত্যু হয়েছে।

৩অক্টোবর, রোববার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত ১০টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Advertisement

নিহত সিদরাতুল মুনতাহা মুক্তা ওই এলাকার মোহাম্মদ সোহেলের মেয়ে ও আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, মুক্তা গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় গ্রিন প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

এতে ওই ছাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়।

এনইউএস

Advertisement


CTG NEWS

Explore More Districts