সাভারে একাধিক মামলার আসামি কালিয়া ইয়াবাসহ গ্রেপ্তার
সাভারে একাধিক মামলার আসামি কালিয়া ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক অশোক কুমার দত্ত ১০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ । সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক অশোক কুমার দত্ত জানায়, কালিয়া বহুদিন ধরে বাড্ডা ভাটপাড়া এলাকায় জমজমাট মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের মাধ্যমে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী কালিয়া একাধিক মামলার আসামি বলে জানান তিনি। এই ঘটনার সাভার মডেল থানার একটি মাদক মামলা দায়ের করা হয়েছে ।