শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানের জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানের জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানের জয়

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ৩ উইকেটে জিতল আফগানিস্তান। বাংলাদেশ আগে ব্যাট করে সংগ্রহ করে ১৫৫ রান। জবাবে ৩ বল হাতে রেখে জয় পায় আফগানিস্তান। তবে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।

ভবিষ্যতের কথা ভেবে নেতৃত্ব ছেড়েছেন কোহলি, দাবি সৌরভের
আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল। ফাইল ছবি

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪ রানের ভেতরেই দুই ওপেনারকে হারায় আফগানিস্তান। দুইটি উইকেটই নেন পেসার আশিকুর জামান। তৃতীয় উইকেটে মোহাম্মদউল্লাহ নাজিবকে সাথে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন ইসহাক জাজাই। যেখানে নাজিবের অবদান ছিল মাত্র ১১ রান। ৫০ বলে ১১ রান করে রান আউট হন নাজিব।

নাজিব ফেরার পরের ওভারেই বিলাল আহমেদকে বোল্ড করেন নাইমুর রহমান নয়ন। বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়ানো ইসহাককেও শিকার আশিক। নাঙ্গেয়ালিয়া খারোটে বোল্ড করেন আইচ মোল্লা। ১০৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান।

সপ্তম উইকেটে জুটি বেঁধে আফগানিস্তানকে জয়ের প্রান্তে নিয়ে যান ইজাজ আহমেদ ও ইজহারুল হক নাভিদ। দলকে জয়ের বন্দরে রেখে ইজাজ আউট হলে আবারও খেলা জমে ওঠে। তবে শেষ ওভার প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেন নাভিদ।

৩ বল হাতে রেখে আফগানিস্তানের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন নাভিদ। ৪৯ বলে ২৯ রান করেন তিনি। অধিনায়ক ইজাজ করেন ৭৭ বলে ৩২ রান। এই জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ হেরেও সান্ত্বনার জয় নিয়ে সিরিজ শেষ করল আফগানরা।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে মহফিজুল ইসলাম রবিনকে সাথে নিয়ে ভালো শুরু করেন ইফতিখার হোসেন ইফতি। দলীয় ৪৮ রানে নাঙ্গেয়ালিয়া খারোটের বলে এলবিডব্লিউ হন ৩৯ বলে ১১ রান করা রবিন। রবিন সাজঘরে ফেরার পরেই হঠাৎ করে ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে।

৪৮ থেকে ৫৬- এই ৮ রানের ভেতরেই ৪টি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ওপেনার ইফতি ৪০ বলে ২৬ রান করে বিদায় নেন। আরিফুল ইসলাম ৮ বলে ১ রান, আইচ মোল্লা ১৫ বলে ২ রান করে আউট হন। অধিনায়ক মেহেরব হাসান ১০ বলে ৮ রান করে নাভিদের শিকার হলে ৬৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশের যুবারা। বিলাল সামি একাই ৩ জনকে আউট করেন।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল বনাম আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল

চাপে পড়া বাংলাদেশকে উদ্ধারের চেষ্টা করছিলেন গাজী তাহজিবুল ইসলাম। তবে ২২ বলে ১৫ রান করে তাহজিবুলও নাভিদের বলে উইকেট ছুঁড়ে দিয়ে মাঠ ছাড়েন। ৮২ রানে ৬ উইকেট ভীষণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ।

সপ্তম উইকেটে গোলাম কিবরিয়া ও আব্দুল্লাহ আল মামুন জুটিতে শতরান পার করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। তবে এই জুটিও বেশিক্ষণ টেকেনি। শহিদউল্লাহ হাসানির বলে কিবরিয়া ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নিলে ভেঙে যায় ২৫ রানের জুটি।

অষ্টম উইকেটে নাইমুর রহমান নয়নকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন মামুন। মামুনকে শিকার করে এই উইকেটও ভাঙেন হাসানি। ৮২ বলে ৩৭ রান করেন মামুন। তিনি ফেরার পরে ১ রানের মধ্যেই বাকি দুইটি উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

৪৭.৪ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছিল ১৫৫ রান। আফগানিস্তানের পক্ষে সামি ও খারোটে ৩টি এবং হাসানি ও নাভিদ ২টি করে উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ১৫৫/১০ (৪৭.৪ ওভার)
মামুন ৩৭, ইফতি ২৬, নয়ন ১৬, তাহজিবুল ১৫;
খারোটে ৩/২৭, সামি ৩/৩৩, হাসানি ২/২৫, নাভিদ ২/২৯।

আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল ১৫৬/৭ (৪৯.৩ ওভার)
ইসহাক ৫২, নাভিদ ২৯*, ইজাজ ৩২;
আশিক ৩/৩৭।

আফগানিস্তান ৩ উইকেটে জয়ী।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts