মোঃখাইরুল ইসলাম:-নরসিংদীতে একদিনে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ১১ হাজার ১৭৩ জনে।
সিভিল সার্জন জানান,গত ২৪ ঘন্টায় আরটিপিসিআর ল্যাবে ১৯৫ টি নমুনা পরীক্ষায় ১৯ জনের ও ৭৫টি অ্যান্টিজেন পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৮ দশমিক ৮৯ শতাংশ।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, রায়পুরায় ১ জন,বেলাবতে ১ জন,মনোহরদীতে ৩ জন, শিবপুরে ৩ জন ও পলাশ উপজেলায় ১ জন।।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯৬৪ জন, রায়পুরাতে ৬০৫ জন,বেলাবোতে ৭১৯ জন,মনোহরদী ৮৮০ জন,শিবপুরে ১৩৮৫ জন,পলাশে ১৬২০ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ৪৩১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি ৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৩৩ জন। এরমধ্যে করোনা রোগী ১১ ও সন্দেহজনক ২১ জন।
এই জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন। এর মধ্যে সদরে ৪০ জন,রায়পুরা ০৮ জন, বেলাব ০৯ জন,মনোহরদী ১১ জন,শিবপুর ০৮ জন, পলাশ ১২ জন।