পাংশা থানা পুলিশের অভিযানে ১৩ জুয়ারু ও ৫ পলাতক আসামিসহ গ্রেপ্তার ১৪ –

পাংশা থানা পুলিশের অভিযানে ১৩ জুয়ারু ও ৫ পলাতক আসামিসহ গ্রেপ্তার ১৪ –

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ১৩ জন জুয়ারু ও ৫ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

জানাগেছে, পাংশা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে এসআই মোঃ হুমায়ুন রেজা সঙ্গীয় এসআই হিরু বড়ুয়া, এসআই দিপঙ্কর কুন্ডু, এসআই নবীন বিশ্বাস, এএসআই মোহাম্মদ জাহিদুল ইসলাম, এএসআই মোঃ জহিরুল হক, এএসআই মোঃ কামাল মিয়া সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গত বুধবার রাতে পাংশা মডেল থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।

সে সময় জুয়া (তাস) খেলা অবস্থায় আসামী পাংশার কাচারিপাড়ার মৃত ইউসুফ আলী শেখের মিন্টু শেখ (৩৮), চর ঝিকরির মৃত জলিল মল্লিক জিল্লু মল্লিক (৪১), চর লক্ষীপুরের হারেস প্রামানিকের ছেলে হিদাই প্রামানিক (৪০), চরপাড়ার মৃত আক্কেল মন্ডলের ছেলে বিল্লাল হোসেন (৩৮), চর মৌদিপুরের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), বিষ্ণপুরের কাশেম মন্ডলের ছেলে ফিরোজ মন্ডল (৪০), চরপাড়ার মোঃ বাবলু মল্লিকের ছেলে মোঃ নয়ন (২৭), কাচারীপাড়ার মৃত ইনতাজ মন্ডলের ছেলে রোকন মন্ডল (৩৫), কাচারীপাড়ার মৃত সোবাহান প্রামানিকের ছেলে হেলাল প্রমাণিক (৩৫), চরপাড়ারার মোঃ আকবর মন্ডলের ছেলে আবুল মন্ডল (৫০), চরপাড়ার আইজ উদ্দিন সরদারের তোফাজ্জল সরদার (৩৯), চর ঝিকরির মৃত আসমত সরদারের আজিম সরদার (৩৭), চরপাড়ার বাজু খাঁর ছেলে জামাল খাঁ (৩৫) এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ও চর আফড়া মধ্যপাড়ার মোন্তাজ প্রামানিকের ছেলে মোঃ রশিদ প্রামানিক (৫০)সহ আরো চার জন।

(Visited 1 times, 1 visits today)

Explore More Districts