তারাকান্দায় ভ্রামমাণ আদালত অভিযানে জরিমানা আদায় – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

তারাকান্দায় ভ্রামমাণ আদালত অভিযানে জরিমানা আদায় – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

তারাকান্দায় ভ্রামমাণ আদালত অভিযানে জরিমানা আদায় – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

মো: শামীম হোসাইন, তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় ৩১ মে সোমবার ভ্রাম্যমাণ অভিযানে ৩টি মামলায় ২ হাজার ৩শ টাকা জরিমান আদায় করা হয়েছে। জানাগেছে, উপজেলার তারাকান্দা বাজারে জনতা মসলা মিলকে পণ্যের পাটজাত বাধ্যতামুলক ব্যবহার না করায় ২০১০ এ ১৪ ধারায় ২ হাজার টাকা ও মাস্ক ব্যবহার না করায় ২ জন কে ৩ শত টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত। এসময় উপস্থিত ছিলেন, আমজাদ আলী আকন্দ প্রসিকিউটর ( পাট উন্নয়ন অফিসার) ময়মনসিংহ, উপজেলা অফিস বেঞ্চ সহকারি আব্দুল মালেক সহ থানা পুলিশের সদস্যবৃন্দ ,প্রমুখ।

Explore More Districts