স্থানীয়ভাবে কাজ করলেও বিশ্বকে নিয়ে ভাবতে হবে | শেরপুর নিউজ ২৪ ডট কম

স্থানীয়ভাবে কাজ করলেও বিশ্বকে নিয়ে ভাবতে হবে | শেরপুর নিউজ ২৪ ডট কম

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী প্রতিনিধিঃ ‘বর্তমান বিশ্বে নিজেকে টিকিয়ে রাখতে হল্র প্রতিটি বিষয়েই জ্ঞান অর্জন করা প্রয়োজন। মানুষকে ভালবাসতে জানতে হবে। ভালবাসার জন্য ত্যাগ স্বীকার করা শিখতে হবে। স্থানীয়ভাবে কাজ করে গেলেও আমাদেরকে চিন্তা করতে হবে বিশ্বব্যাপী। মনে রাখতে হবে পৃথিবীর কোনো প্রাণী বা বস্তু যেনো আমাদের দ্বারা ক্ষতিগ্রস্থ না হয়।’ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বুদ্ধিবৃত্তিক আলোচনা সভায় কথা গুলো বলেছেন, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরোও বলেন, ‘সৃষ্টিকর্তা স্বল্প সময়ের জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদেরকে এই সময়ের ব্যবহার করতে জানতে হবে। কাজ করতে হবে মানুষের কল্যাণে।নিজেকে প্রতিষ্ঠিত হিসেবে গড়ে তোলার পূর্ব শর্তই হচ্ছে নিজেকে একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলা।’

শনিবার সকালে প্রায় শতাধিক তরুণ শিক্ষার্থীর অংশগ্রহনে বুদ্ধিবৃত্তিক আলোচনা সভায় ‘জীবনমুখী ও জ্ঞান নির্ভর’ আলোচনার মধ্য দিয়ে ‘নালিতাবাড়ী ল্যাংগুয়েজ ক্লাবের’ আয়োজনে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

‘জ্ঞান ভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য ‘ – এই স্লোগানকে সামনে রেখে, আয়োজিত বুদ্ধিবৃত্তিক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এ সময় নালিতাবাড়ী ল্যাংগুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক হাকাম হীরার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন

Explore More Districts