জয়েই সন্তুষ্ট সাকিব, কান দিচ্ছেন না সমালোচনায়

জয়েই সন্তুষ্ট সাকিব, কান দিচ্ছেন না সমালোচনায়

জয়েই সন্তুষ্ট সাকিব, কান দিচ্ছেন না সমালোচনায়

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম কন্ডিশনে বাংলাদেশের সিরিজ জয় নিয়ে নানা সমালোচনা হলেও সাকিব আল হাসান মনে করছেন, বিশ্বকাপে ভালো করার ক্ষেত্রে জয়ের ছন্দ ও আত্মবিশ্বাসই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। বিশ্বকাপের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারেও দ্বিধা নেই তার।

অস্ট্রেলিয়া সিরিজের চেয়েও কঠিন উইকেট ছিল সাকিব

বাংলাদেশের কন্ডিশন এশিয়ার বাইরের দেশগুলোর কাছে অচেনা। এখানে এসে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মত দলের সাফল্য অর্জন তাই সহজ বিষয় নয়। তবে এবারের দুই সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ভোগান্তি ছিল চোখে লাগার মত।

Also Read – আইপিএলের জন্যই বাতিল হয়েছে টেস্ট ম্যাচ : ভন

বিশ্বকাপের মত টুর্নামেন্টের আগে বোলিং বান্ধব উইকেটে খেলা নিয়ে অনেক সমালোচনা সহ্য করেছে বাংলাদেশ। তবে সাকিব মনে করছেন, সিরিজ জয়ের এই আত্মবিশ্বাসই বাংলাদেশকে উপকৃত করবে।

তিনি বলেন, ‘হয়ত পিচ, উইকেট, লো স্কোর নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। একটা দল যখন জিততে থাকে, জয়ের মানসিকতা থাকে, তা অন্য পর্যায়ের আত্মবিশ্বাস দেয়। আপনি অনেক ভালো খেলে ম্যাচ হারলে এই আত্মবিশ্বাস থাকবে না। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বিশ্বকাপে যেতে চাই।’

বিশ্বকাপের ভেন্যুতে বাংলাদেশ করবে অনুশীলন ক্যাম্প, খেলবে প্রস্তুতি ম্যাচও। তাতে প্রস্তুতির ষোলোআনা পূর্ণ হবে বলেও অভিমত সাকিবের।

‘আমরা বিশ্বকাপ শুরুর ১৫-১৬ দিন আগে যাব, প্রস্তুতির যথেষ্ট সময় থাকবে। ঐ কন্ডিশন ও পিচের সাথে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় পাব। আমার মনে হয় না এখানকার পিচ-কন্ডিশন ওখানে খুব বেশি প্রভাব ফেলবে। আমাদের জয়ের মানসিকতা তৈরি হয়েছে। যে আত্মবিশ্বাস আছে, সেটা নিয়ে বিশ্বকাপে যেতে পারব।’– বলেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts