সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ সেপ্টম্বর) সকাল ১১ টায় রাজশাহী নগরের সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সংগঠনের রাজশাহী জেলা সহ-সভাপতি মুহা. ফয়সাল হোসেন মনির সভাপতির বক্তব্যবে বলেন, সুনাগরিক গড়ার কারখানা তথা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় দেড় বছর ধরে বন্ধ। এভাবে আর কিছুতেই চলতে পারে না। অবিলম্বে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জনসাধারণ, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আন্দোল গড়ে তুলবে।
মানববন্ধনে রাজশাহী জেলা সভাপতি জহুরুল হক বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক, অফিস-আদালত, বিনোদন কেন্দ্র যেগুলোতে প্রচুর লোকসমাগম হয়, সেগুলো সবই খোলা। শুধু অদৃশ্য কারণে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। করোনার অজুহাত দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ রাখতে দেয়া হবে না।
জেলার যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা সহ-সভাপতি মুহা. শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আনোদালন জেলা সভাপতি তারিফ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা মুরশিদ আলম প্রমুখ।