- নারায়ণগঞ্জ, ফতুল্লা
- কুতুবপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
র্যাব-১১ এর অভিযানে ৩ জন চাঁদাবাজ গ্রেফতার
- আপডেট টাইম : সেপ্টেম্বর, ২, ২০২১, ৪:৩১ অপরাহ্ণ
- 17 পড়েছেন
নারায়াণগঞ্জ প্রতিদিনঃ
।০১ সেপ্টেম্বর ২০২১ তারিখ রাত ২০:১০ ঘটিকায় র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চান সুপার মার্কেট (মিনার মসজিদ সংলগ্ন) চিটাগাং রোড এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে ১। মোঃ গিয়াস উদ্দিন (৬২), ২। মোঃ ফয়েজ আহম্মেদ (৫৮), ৩। সালেহ আহম্মেদ (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ৫১৩০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চান সুপার মার্কেট (মিনার মসজিদ সংলগ্ন) চিটাগাং রোড এলাকায় দোকানদারদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক দৈনিক প্রতি দোকান থেকে ২৫০/-টাকা থেকে ৩০০/- টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।