যমুনার পানি বাড়ছেই, জামালপুরে বন্যার আশঙ্কা

যমুনার পানি বাড়ছেই, জামালপুরে বন্যার আশঙ্কা

নদীতীরবর্তী ইসলামপুর উপজেলার চিনাডুলী, সাপধরী, বেলগাছা, পাথর্শী, কুলকান্দি, নোয়ারপাড়া, দেওয়ানগঞ্জ উপজেলার চিজাকাজানী, চুকাইবাড়ী, বাহাদুরাবাদ ও পৌরসভার আংশিক, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ, জোড়খালী, বালিজুড়ী ও মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া, ঝাউগড়া, আদ্রা ইউনিয়নসহ ২৮টি ইউনিয়নের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে বলে জানা গেছে।

এতে এসব এলাকার ৬৩ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত শনিবার থেকে পানি অব্যাহতভাবে বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কা করছেন এসব অঞ্চলের হাজারো মানুষ। এদিকে নদীর পানি বাড়ায় প্রায় ৭ হাজার ৪১০ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে বলে জানা গেছে।

Explore More Districts