মো. সুখন, নকলা প্রতিনিধি :
“একমাত্র মাইয়াডার লিভারের অসুখ। টেহার অভাবে চিকিৎসা করাবার পাই না। এরমধ্যে আবার নদীর ভাইঙ্গা ঘরের পাশে আইয়া পারছে। যে কোন সময় ঘরটা ভাইঙ্গা নদীর মইধ্যে পইরা যাবো। রাইতে ঘুম আহে না । প্রতিবন্ধী ভাতার টেহা ও আশেপাশের মানুষের সাহায্যে কোন মতে দিন পার করি। চেয়ারম্যানরে কইছি একটা সরকারী ঘর দিতে। হুনছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমগর মত অসহায় পরিবারের লাইগা ঘর দেয়” কান্না জড়িত কন্ঠে এমনটাই বলছিলেন শেরপুরের নকলা উপজেলার অসহায় শারীরিক প্রতিবন্ধী হাবিজা। সে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রমের বাসিন্দা। অন্যের জমিতে করা তার জীর্ণশীর্ন ভাঙ্গা ঘরের পাশ দিয়ে ভয়ে গেছে ব্রহ্মপুত্রের শাখা মৃগী নদী। নদীর ভাঙনের ফলে ইতোমধ্যে টিউবওয়েল ও রান্না ঘর প্রায় বিলিনের পথে। বর্তমানে নদী ভাঙনের আতঙ্কে দিন পার করছে অসহায় এই পরিবার।
সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্রের শাখা মৃগী নদীর ভাঙনে এরই মধ্যে ঐ অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির স্রোতে নদীর ব্যাপক ভাঙন শুরু হয়েছে।
অসহায় প্রতিবন্ধী হাবিজার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর বরাদ্দের ব্যাপারে জানতে চাইলে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বলেন, “ইতিমধ্যে তিনি ঐ অঞ্চলের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন এবং অসহায় প্রতিবন্ধী হাবিজা যদি ‘ক’ শ্রেণীর তালিকায় পড়ে সেই মোতাবেক ঘরের ব্যবস্থা করা হবে।”
.fb-background-color {
background: #ffffff !important;
}
.fb_iframe_widget_fluid_desktop iframe {
width: 100% !important;
}