সালামের জবাব কীভাবে দেবেন

সালামের জবাব কীভাবে দেবেন

সালামের জবাব সালামের স্তরের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে।

যদি কেউ বলে, আসসালামু আলাইকুম। তাহলে জবাব হবে, ওয়াআলাইকুমুস সালাম। এটি ন্যূনতম ও গ্রহণযোগ্য জবাব।

উত্তম ও পূর্ণ জবাব হলো, ওয়াআলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। আর সর্বোত্তম জবাব, ওয়াআলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

রাসুল (সা.) বলেছেন, “এক ব্যক্তি এসে বলল, ‘আসসালামু আলাইকুম।’ নবীজি (সা.) তার জবাব দিলেন, তারপর বললেন, দশ নেকি।

আরেকজন বলল, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।’ তিনি বললেন, বিশ নেকি। আরেকজন বলল, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।’ তিনি বললেন, ত্রিশ নেকি।” (সুনানে তিরমিজি, হাদিস: ২৬৮৯)

Explore More Districts