বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শান্ত গ্রেপ্তার
২৬ December ২০২৫ Friday ৮:১৬:৩৭ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে তাকে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে বানারীপাড়া থানায় নিয়ে যায়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, ডেভিল হ্যান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তকে গ্রেফতার
করা হয়েছে। একটি মামলার আসামী হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাকে বরিশালে আদালতে পাঠানো হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঘন কুয়াশায় মেঘনা নদীতে কয়েকটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪