অলিকুলের সম্রাট খাজা গরীবে নেওয়াজ মইনুদ্দিন চিশতী (র:) এর উফাত দিবস উপলক্ষে চাঁদপুর শহরের রঘুনাথপুর হযরত শাহ সুফি সাধক লোকমান আলী ফকিরের মাজারে বাৎসরিক ওরশ শরীফ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আসর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু এশার পর ওয়াজ ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীরজাদা হযরত খাজা জুবায়ের আহমেদ, অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসাবে ওয়াজ করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর উপজেলার সাবেক সভাপতি মাওলানা মিজানুর রহমান চিশতী চাঁদপুরী। কোরআন সুন্নহের আলোয়ে ওয়াজ করেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য মোমবাতি প্রার্থী সাংবাদিক এ এইচ এম আহসান উল্লাহ,। এ সময় তারা বলেন চিশিয়া তরীকার ইমাম
ভারতবর্ষের খাজা মইনুদ্দিন চিশতীর মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে। আজকে ভারতে কোটি কোটি মুসলমান হয়েছে।
বাংলাদেশের হযরত শাহজালাল শাহপরানসহ ৩৬০ উলি আউলিয়াদের মাধ্যমে ইসলাম জিন্দা ।এক শ্রেণীর মানুষ অলি আউলিয়াদের ভালোবাসে না তারা বুঝে না অলি আউলিয়ারা কি জিনিস। একশ্রেণীর মানুষ মাজারকে ধিক্কার দিয়ে কথা বলে ভাঙচুর লিপ্ত হয় মাজার হয় আল্লাহর অলিগনের। মাজারে মিলাদ মাহফিল হয় জিকির হয় । এই লোকমান শাহার দরবারে হচ্ছে ও মিলাদ মাহফিল জিকির নামাজ রোজা মিলাদ মাহফিল জিকিরের মাধ্যমে অলি আউলিয়াদের কাতারে পৌঁছানো যায়।
আসুন আমরা মহান আল্লাহর রাসূলকে স্মরণ করি সব সময়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া-সাইফিয়া ঢালিরঘাট খানকা শরীফের সভাপতি ও দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোঃ এরশাদ খান, খলিফা মাওলানা কবির হোসেন গাজী,অনুষ্ঠানে সান পরিবেশন করেন সুরকার আরমান বাঙ্গালী। পুরো অনুষ্ঠান আয়োজন ও দায়িত্বে ছিলেন লোকমান আলী ফকিরের ভক্ত মোহাম্মদ জাকির মজুমদার, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির মিয়াজী মোহাম্মদ বিল্লাল হাজী, ঢাকার দেলোয়ার (মামা) লোকমান শাহার ভাগিনা মোঃ বিল্লাল হোসেন,সহ ভক্তবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা তাজুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম গাজী, আঞ্জুমানে রহমানিয়া ঢালীর ঘাট খানকার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী, দেওয়ানবাগ দরবার শরীফের ভক্ত মোঃ শাখায়ত হোসেন চান্দ্রা দরবার শরীফের ভক্ত মোঃ আলমগীর হোসেন টিটু, লোকমান আলী ফকিরের ভক্ত মোঃ সৈয়দ আহম্মদ,মো: হানিফ বোয়াল মোঃ শামীম, সাইফিয়া ভক্ত মোঃ ইসমাইল হোসেন মোঃ জিন্নাহ সহ বিভিন্ন তরীকতের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।
স্টাফ রির্পোটার/
২৬ ডিসেম্বর ২০২৫

