রাজাপুরে ৫শ’ টাকা বাজিতে ১০১ বার খালে ডুব, ঠান্ডায় মৃত্যু!

রাজাপুরে ৫শ’ টাকা বাজিতে ১০১ বার খালে ডুব, ঠান্ডায় মৃত্যু!

২৫ December ২০২৫ Thursday ৬:০৬:০১ PM

Print this E-mail this


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

রাজাপুরে ৫শ’ টাকা বাজিতে ১০১ বার খালে ডুব, ঠান্ডায় মৃত্যু!

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে পাঁচশত টাকা বাজি ধরে খালে ১০১ বার ডুব দিয়ে মো. বাবুল মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ওই উপজেলার বড়ইয়া কাচারিবাজার সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।
বাবুল মোল্লা নামে ওই ব্যক্তি বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের মো. আনসার আলী মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বড়ইয়া কাচারিবাজারের একটি চায়ের দোকানে আড্ডার এক পর্যায়ে শীত নিয়ে কথাবার্তা হয়। এ সময় বাবুল মোল্লা শীতে কাঁপেন না বলে মন্তব্য করলে উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে কয়েকজন ৫শ’ টাকা বাজিতে তাকে খালে ডুব দেয়ার প্রস্তাব দেন। পরে তিনি খালে নেমে ১০১ বার ডুব দেন। ডুব শেষে তীরে উঠে অতিরিক্ত ঠান্ডায় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল হালদার জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে হাইপোথারমিয়া হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটি জানাজানির পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts