হবিগঞ্জের বাহুবল উপজেলায় চন্দ্রছড়ি এলাকায় অবস্থিত শাহ্ অছি উল্লাহ্ (রহ.) মাজারে তিন দিনব্যাপী ওরশ ও মেলার নামে প্রকাশ্যে মাদক সেবন ও মাদক সেবনের উপকরণ বিক্রি, জুয়া এবং অশ্লীল নাচ-গানের অভিযোগ উঠেছে।
গত বুধবার রাত থেকে শুরু হওয়া এই ওরশ ও মেলাকে কেন্দ্র করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। অভিযোগ অনুযায়ী, ধর্মীয় আয়োজনের আড়ালে মেলার আয়োজন করে মাজার কমিটির একটি অংশ এসব কর্মকাণ্ডে জড়িত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেলায় ওয়ানটেন জুয়া, মদ, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি ও সেবন করা হচ্ছিল। পাশাপাশি বাউল গানের নামে নারী শিল্পীদের দিয়ে অশ্লীল নাচ-গান পরিবেশন করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সরেজমিনে মেলায় উপস্থিত হয়ে গণমাধ্যমকর্মীরা অভিযোগের সত্যতা দেখতে পান। এ সময় হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও মৌলভীবাজার থেকে আগত লোকজনকেও মেলায় উপস্থিত থাকতে দেখা যায়।
স্থানীয়দের মতে, এসব কর্মকাণ্ড এলাকায় মাদকের রমরমা ব্যবসা গড়ে তুলছে, যা যুবসমাজ ও সামাজিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে নারী শিল্পীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করানোর অভিযোগও শোনা গেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ধর্মীয় স্থাপনার পবিত্রতাকে আড়াল করে কিছু অসাধু ব্যক্তি এ ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে যাওয়ার জন্য পুলিশ সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।


