টয়লেট ব্যবহারের আদব ও দোয়া

টয়লেট ব্যবহারের আদব ও দোয়া

টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা আগে বের করা সুন্নাহ। পরিষ্কার স্থানে প্রবেশের ক্ষেত্রে ডান দিককে অগ্রাধিকার দেওয়া ইসলামি শিষ্টাচারের অংশ। (সহিহ বুখারি, হাদিস: ১৬৮)

হাত ভালোভাবে ধোয়া এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা আধুনিক জনস্বাস্থ্য নীতিরও ভিত্তি।

টয়লেট ব্যবহারের আদব ও দোয়া ইসলামের সৌন্দর্যকে স্পষ্ট করে, যেখানে ইবাদত ও দৈনন্দিন জীবন একে অন্যের পরিপূরক। এসব আদব মানলে মানুষ যেমন আল্লাহর স্মরণে থাকে, তেমনি শারীরিক ও সামাজিক পরিচ্ছন্নতাও বজায় থাকে।

ছোট বলে অবহেলা নয়—ইসলামে প্রতিটি কাজই নিয়ত ও আদবের মাধ্যমে ইবাদতে রূপ নিতে পারে।

Explore More Districts