যশোর হাসপাতালে সামনে থেকে ইজিবাইক চুরির ঘটনায় থানায় মামলা

যশোর হাসপাতালে সামনে থেকে ইজিবাইক চুরির ঘটনায় থানায় মামলা

যশোর জেনারেল হাসপাতালের বিপরীতে একটি ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরির ঘটনায় প্রায় দেড় মাস পর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ইজিবাইক চালক চৌগাছা উপজেলার মির্জাপুর গ্রামের শাহিনুর ইসলাম তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলাটি করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১২ নভেম্বর বিকেলে রোগী নিয়ে ক্লিনিকের সামনে ইজিবাইক রেখে চায়ের দোকানে যাওয়ার সময় তার ইজিবাইকটি চুরি হয়। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, উল্লেখিত আসামিরা ইজিবাইকটি চুরি করেছে। গত ২৪ ডিসেম্বর থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিমন হাওলাদার জানান, মামলাটি তদন্ত করে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Explore More Districts