কারাবন্দী বুশরা বিবিকে নিয়ে উদ্বেগ জাতিসংঘের

কারাবন্দী বুশরা বিবিকে নিয়ে উদ্বেগ জাতিসংঘের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে যেভাবে কারাগারে রাখা হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার এলিস জিল এডওয়ার্ডস। তিনি সতর্ক করে বলেন, বুশরা বিবি এমন পরিবেশে আটক রয়েছেন, যা তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে। পরিস্থিতি সমাধানে পাকিস্তান সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত জানুয়ারিতে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন ইমরান খান ও বুশরা বিবি। এ মামলায় তাঁকে ১৪ বছরের এবং তাঁর স্ত্রীকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত শনিবার তোশাখানা মামলায় তাঁদের ১৭ বছরের কারাদণ্ড দেন পাকিস্তানের একটি আদালত।

Explore More Districts