আজ বাংলাদেশ জেগে উঠেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে, তারেক রহমানের মঞ্চে উপস্থিতির আগমুহূর্তে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজ বাংলাদেশের বহু আশা-আকাঙ্ক্ষার দিন। বহুদিনের পরীক্ষার পালা আজ শেষ হয়েছে। আজকের এই জনসমাবেশ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব দেশনায়ক তারেক রহমান।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আজ সর্বোচ্চ জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশ আমাদের ঐক্যের শক্তি। তাই সব ভেদাভেদ ভুলে আমাদের আগামী দিনের পথচলা নিশ্চিত করতে হবে।
গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে টুকু বলেন, যারা একাত্তরে পরাজিত হয়েছিল, তারা আবার চক্রান্তে মেতে উঠেছে। তারা গণতন্ত্র ধ্বংস করতে চায়। আমাদের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন কেউ বিনষ্ট করতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেখানে তাকে বরণ করে নেন দলের শীর্ষ নেতারা।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে খালি পায়ে দেশের মাটি ছুঁয়ে একমুঠো মাটি হাতে নেন তিনি। সেখান থেকে লাল-সবুজের একটি বাসে চড়ে গণসংবর্ধনা মঞ্চ ৩০০ ফিটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাসটির গায়ে লেখা , ’সবার আগে বাংলাদেশ’।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


