
ঢাকা, ২৪ ডিসেম্বর – শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার বাতাসের মান ভয়াবহভাবে অবনতি হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ র্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা।
সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ২৩৯, যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত। এই মাত্রার বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।
তালিকায় ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো, যার একিউআই স্কোর ১৯৭। তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৮৮) এবং চতুর্থ স্থানে ইরানের তেহরান (১৮৭)। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো (১৭২) এবং পাকিস্তানের করাচি (১৬৭)।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের এই উচ্চমাত্রা শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এ অবস্থায় অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা।
তাদের মতে, শুষ্ক মৌসুমে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকার বায়ুমানের এই অবনতি দীর্ঘস্থায়ী হতে পারে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ ডিসেম্বর ২০২৫




