| ২৪ December ২০২৫ Wednesday ৩:৩৪:২৩ PM | |
বাবুগঞ্জ ((বরিশাল) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশাল-৩ (১২১) নির্বাচনী এলাকায় জাতীয় সংসদ নির্বাচনের জন্য জয়নুল আবেদীনকে দলীয় মনোনয়ন প্রদান করেছেন। বুধবার ( ২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর স্বাক্ষর করা মনোনয়ন পত্রটি গ্রহণ করেন বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী জয়নুল আবেদিন।
মনোনয়নপত্রে উল্লেখ করা হয়েছে, জয়নুল আবেদীন এই আসনের জন্য বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। আর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বরিশাল -৩ আসনের জন্য ধানের শীষের দলীয় প্রতীক গ্রহণ করেন জয়নুল আবেদীন ।
আর আগে (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বরিশাল-৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আর আগে ৩ নভেম্বর (বুধবার) বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। সেই দিন বরিশাল -৩ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি।
পরে ওই আসনের নাম আলাদা ভাবে জানানো হবে বলে জানিয়ে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির নেতাকর্মীরা বলেন, জয়নুল আবেদীন দল ও জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে অংশগ্রহণ করবেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


