পিরোজপুর-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আহম্মদ সোহেল মনজুর সুমন

পিরোজপুর-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আহম্মদ সোহেল মনজুর সুমন

২৪ December ২০২৫ Wednesday ৩:২২:০৫ PM

Print this E-mail this


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আহম্মদ সোহেল মনজুর সুমন

দীর্ঘ জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মনজুর সুমন। তিনি বর্তমানে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় জরিপ ও মাঠপর্যায়ে জনপ্রিয়তার ভিত্তিতে তাকে এ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

এর আগে গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকায় আহমদ সোহেল মঞ্জুরের নাম ঘোষণা করা হয়েছিল। পরে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে পুনরায় পিরোজপুর-২ আসনে তার মনোনয়ন বহাল রাখা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আহম্মদ সোহেল মনজুর সুমন ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের হেতালিয়া গ্রামের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলাম মঞ্জুরের সন্তান। মরহুম নূরুল ইসলাম মঞ্জুর মুক্তিযুদ্ধকালীন নবম সেক্টরের বেসামরিক প্রধান ছিলেন এবং পরবর্তীতে মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

দলের তৃণমূল নেতাকর্মীরা জানান, একটি সুশিক্ষিত ও রাজনৈতিকভাবে মর্যাদাসম্পন্ন পরিবারের প্রতিনিধিকে মনোনয়ন দেওয়ায় তারা উচ্ছ্বসিত। তাদের মতে, আহমদ সোহেল মঞ্জুর সুমন একজন গ্রহণযোগ্য ও জনবান্ধব নেতা। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, তার নেতৃত্বে পিরোজপুর-২ আসনে বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করবে এবং দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, “চূড়ান্ত মনোনয়ন প্রদানের জন্য আমি এবং আমার প্রাণের এলাকা কাউখালী, ভাণ্ডারিয়া ও নেছারাবাদের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আল্লাহর রহমতে কাউখালী, ভাণ্ডারিয়া ও নেছারাবাদের প্রাণপ্রিয় জনগণ এবং দলের নেতাকর্মীদের ভালোবাসা ও ঐক্য নিয়ে আমরা এই আসনে বিজয় অর্জন করব—ইনশাআল্লাহ।”

এদিকে, মনোনয়ন ঘোষণার পর পিরোজপুর-২ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করার প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেন, দলীয় মনোনয়ন চূড়ান্ত ও অপরিবর্তনীয়। এ বিষয়ে কোনো ধরনের বিরোধিতা বা শৃঙ্খলাভঙ্গ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts