কুমিল্লায় মাদ্রাসার পরীক্ষায় বই দেখে লিখছেন শিক্ষার্থীরা, ফেসবুকে ছড়িয়েছে ভিডিও

কুমিল্লায় মাদ্রাসার পরীক্ষায় বই দেখে লিখছেন শিক্ষার্থীরা, ফেসবুকে ছড়িয়েছে ভিডিও

খোঁজ নিয়ে জানা গেছে, পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল স্নাতক (অনার্স) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে। গত রোববার প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যে কক্ষের ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে ৪৪ জন পরীক্ষার্থী ছিলেন। তাঁরা সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী। নিজ মাদ্রাসায় পরীক্ষাকেন্দ্র হওয়ায় শিক্ষকেরা বই খুলে পরীক্ষার উত্তরপত্রে লেখার সুযোগ করে দিয়েছেন বলে স্থানীয় মানুষের অভিযোগ রয়েছে। মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কুদ্দুস বিরুদ্ধে পরীক্ষায় অসদুপায়ের সুযোগ করে দেওয়া কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগ অভিযোগ উঠেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কুদ্দুস। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘ভিডিওটি আমাদের প্রতিষ্ঠানের। তবে এটি কোনো পরীক্ষার কি না, সেটি নিশ্চিতভাবে বলতে পারছি না। কে বা কারা ভিডিওটি ছড়িয়েছে, আমি কিছুই জানি না। আমার কাছে মনে হয় এটা শিক্ষার্থীদের কোনো অ্যাসাইনমেন্ট করার ভিডিও হতে পারে।’  

Explore More Districts