সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।


প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড-১১ (স্কেল: ১২৫০০/-৩০২৩০/-) থেকে ১০ম গ্রেড (স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-) (গেজেটেড কর্মকর্তা)-এ উন্নীত করা হলো।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

