বাউফলে বিএনপি নেতার জামায়াতে যোগদান

বাউফলে বিএনপি নেতার জামায়াতে যোগদান

২৩ December ২০২৫ Tuesday ৮:৩২:৫১ PM

Print this E-mail this


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

বাউফলে বিএনপি নেতার জামায়াতে যোগদান

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. হেলাল মুন্সি (৫৮) নামে এক বিএনপি নেতা জামায়াতে যোগদান করেছেন। মঙ্গলবার বিকালে উপজেলায় জামায়াতের একটি উঠান বৈঠকে অংশ নিয়ে পটুয়াখালী-২ বাউফল আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে একাত্মাতা প্রকাশ করে বিএনপি নেতা হেলাল মুন্সি যোগদান করেন। দলীও সুত্রে জানা গেছে, হেলাল মুন্সি উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি।
সুত্রে জানা গেছে, বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে উপজেলা বিএনপি তিন পক্ষের নেতাকর্মীদের দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। হেলাল মুন্সি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু মনির হোসেনর অনুসারী। তিনি মনোনয়ন না পাওয়ায় কয়েক দিন ধরে গুঞ্জন ছিল তিনি জামায়াতের যোগ দিচ্ছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সূর্যমনি ইউনিয়নে জামায়াতের একটি উঠান বৈঠকে অংশ নিয়ে যোগদান করেন।
এ সময় হেলাল মুন্সি বলেন, ‘আমি দীর্ঘ ২৫ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে জড়িত ছিলাম, আমি থানা কমিটির একজন বর্তমান সদস্য ও নাজিরপর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দায়িত্বে ছিলাম। আমি এখন থেকে জামায়তের রাজনীতি করবো, ইসলামের খেদমত করবো। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা বিজয় করার জন্য সর্বাত্মক কাজ করবো।
এদিকে, বিএনপি নেতার জামায়াতে যোগদানের খবর ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির পক্ষ থেকে যোগদানের সিদ্ধান্তের সমালোচনা করলেও জামায়াতের পক্ষ থেকে সাধুবাদ জানানো হচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইছাহাক বলেন, হেলাল মুন্সি স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, বিষয়টি জেনে রাতেই এক জরুরী বৈঠক ডেকে হেলাল মুন্সি সাংগঠনিক বিরোধী কাজ করায় তাকে দল সকল পদ থেকে স্থায়ী বহিস্কার করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





কুকুর-বিড়াল কামড়ের রোগী বাড়লেও বন্ধ ভ্যাকসিন কার্যক্রম

বরিশালের ৬টি আসন: বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সাবেক পানিসম্পদ মন্ত্রী জাহিদ ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বরিশাল বিভাগের প্রার্থী মঞ্জু-নূর-ফুয়াদকে গানম্যান দিচ্ছেন সরকার

ভালুকায় দিপু দাসকে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

Explore More Districts