| ২৩ December ২০২৫ Tuesday ১১:৫৪:৩৮ PM | |
বরগুনা প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে একমত পোষণ করেছেন বরগুনার বিভিন্ন দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত ‘সম্প্রীতির সংলাপ’ নামের এক অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বরগুনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাও. মহিব্বুল্লাহ হারুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ উপস্থিত ছিলেন।
এসময় রাজনৈতিক দল ও প্রার্থীরা সহিংসতা পরিহার করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় তারা সহিংসতা, উস্কানিমূলক বক্তব্য, ঔদ্ধ্যক্তপূর্ণ আচরণ এবং অপপ্রচারের ফাঁদে পা না দিয়ে সবাই সর্বোচ্চ ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দেয়ার প্রতিশ্রুতি দেন।
নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে সব দল ও প্রার্থী- সবাই একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। বরগুনা জেলায় সর্বোচ্চ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করবেন বলে প্রার্থী এবং দলের প্রতিনিধিরা অঙ্গীকার করেন।
এসময় বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ বলেন, ‘নির্বাচন অত্যন্ত সেনসিটিভ একটি বিষয়। একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলেও মাত্র একজন প্রার্থী বিজয়ী হন। আমি বিশ্বাস করি – প্রার্থী, কর্মী অথবা সমর্থক; কারো কাছ থেকেই কোনো হিংসাত্মক বক্তব্য আসবে না। আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করব – তারা যদি নিয়ন্ত্রিত বক্তব্য দেই, শালীনতা রক্ষা করি – তাহলে একটি সুন্দর নির্বাচন বরগুনা থেকে উপহার দেয়া সম্ভব। আমরা আমাদের নির্বাচনী প্রচারণায় কোনো ব্যক্তি নিয়ে সমালোচনা করব না। কারণ, ব্যক্তি নিয়ে সমালোচনা করলেই গন্ডগোলের সূত্রপাত হয়। বরগুনার রাজনীতি সব সময় সহিংসতামুক্ত ছিল।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বরগুনা-১ আসনের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘বরগুনা একটি শান্তিপূর্ণ জায়গা। এখানে কখনোই রাজনৈতিক প্রতিহিংসা ছিল না। আমরা সহঅবস্থানেই বরগুনাতে রয়েছি। রাজনীতি একটি খেলার মাঠ। আপনারা ধর্মভিত্তিক রাজনীতি করেন। আপনাদের প্রধান পুঁজি হচ্ছে ধর্ম। আর আমরা যখন মুসলমান হিসেবে দেখি – ধর্মের অপব্যবহার হচ্ছে আপনারা যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার কথা বলেন, আপনারা পূজা মণ্ডপে দিয়ে গীতা পাঠ করেন। আমাদের সেখানে ধর্ম অবমাননা হয় কিনা? যে পীর সাহেবের কাছে আমরা যাব দোয়া চাইতে, তিনি দোয়া করে আমাদের মাথায় হাত বুলিয়ে দেবেন, সে যখন আখড়া বাড়ি গিয়ে দোয়া চাইতে দাঁড়িয়ে থাকেন তখন আমরা লজ্জিত হই। তখন ধর্ম অবমাননার সামিল হয়। যারা সাধারণ মুসলমান আছেন তাদের এই বিষয়গুলো অবগত করা আমাদের নৈতিক দায়িত্ব। এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, ব্যক্তিগত কোনো প্রতিহিংসা নেই। আমরা পরস্পর পরস্পরের ভাই। বরগুনায় যে-ই নির্বাচিত হবেন আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বরগুনার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে। আমরা কোথাও অভিযোগ না দিয়ে পরস্পরের সঙ্গে শেয়ার করব। আমরা যদি কোথাও অভিযোগ করি তাহলে আমাদের রাজনৈতিক যে দৈন্যতা তা সেটা প্রকাশ পাবে। দল মত নির্বিশেষে আমরা একটি শান্তিপূর্ণ বরগুনা, একটি উন্নয়নের বরগুনা, পশ্চাৎপদ বরগুনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখানে আমাদের সম্মিলিতভাবে সকলের সহযোগিতা দরকার। আপনারা যারা ধর্মভিত্তিক রাজনীতি করতে চান, হয় আপনারা ধর্ম নিয়ে থাকেন, আর যদি এর বাইরে আসেন তাহলে ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনবেন না। আমরা রাজনীতির জন্য কুরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে নেবো না। সাধারণ মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত হেনে, ধর্মকে বিকৃত করে আমরা এই কাজগুলো থেকে বিরত থাকি।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


