কাতারে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর যুবক নিহত – দৈনিক আজাদী

কাতারে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর যুবক নিহত – দৈনিক আজাদী

সংযুক্ত আরব আমিরাত (কাতার) সড়ক দুর্ঘটনায় ইফতেখারুল ইমলাম রিপন (৩৪) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার কাতার সময় ভোর ৭ টার দিকে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

নিহত রিপন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ২ নম্বর ওয়ার্ড শরীফপাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে রিপন বড়। সে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

অন্যান্য কাতার প্রবাসী সূত্রে জানা যায়, সকাল বোনের জামাইর বাসায় যাওয়ার পথে সড়ক পারাপারের সময় দুর্ঘটনার স্বীকার হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রিপন কাতারে একটি ক্লিনার কোম্পানীতে চাকরি করতো।

Explore More Districts