আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড-এর গাজীপুরে নতুন ডিপো উদ্বোধন – Daily Gazipur Online

আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড-এর গাজীপুরে নতুন ডিপো উদ্বোধন – Daily Gazipur Online

স্টাফ রিপোর্টার: দেশের প্রাণিসম্পদ শিল্পে গুণগত মানের নিশ্চয়তা ও সেবা আরও সহজলভ্য করার অঙ্গীকার নিয়ে গাজীপুরের কালিয়াকৈর শ্রীফলতলী বাস স্ট্যান্ডে নতুন ডিপো উদ্বোধন করলো আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড। এই মিলনমেলায় গাজীপুরের নিবেদিতপ্রাণ পরিবেশক ও খামারিরা অংশগ্রহণ করেন।
আজ সোমবার উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন কোম্পানির সম্মানিত সিইও মাহাবুবুর রহমান সরকার। তিনি বলেন, “আফতাব শুধু ফিড বিক্রি করে না, আফতাব তার ব্যবসায়িক সহযোগীদের সাথে নিয়ে খামারিদের সাথে সুদূরপ্রসারী ব্যবসায়িক প্রবৃদ্ধির একটি দৃঢ় বন্ধন তৈরি করতে আগ্রহী। আফতাবের মূল লক্ষ্য নিরাপদ ফিডের মাধ্যমে দেশের মানুষের জন্য নিরাপদ আমিষের জোগান নিশ্চিত করা।”
অপারেশনস বিভাগের দাউদ হেলাল ফাহিম-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অফ প্রকিউরমেন্ট মোঃ মাজহারুল হুদা লিজন, হেড অফ ডিস্ট্রিবিউশন আতিকুল ইসলাম, হেড অফ নিউট্রিশন তানভীর হোসেন, ঢাকার আরএসএম রাজীব চক্রবর্তী এবং ঢাকার সেলস টিম। তাঁরা খামারিদের আধুনিক খামার ব্যবস্থাপনা ও শীতকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মিজানুর রহমান। তিনি প্রাণিসম্পদের জন্য নিরাপদ ফিডের গুরুত্ব তুলে ধরেন। তিনি মানব স্বাস্থ্যের জন্য আমিষের চাহিদা পূরণে এন্টিবায়োটিক ও হরমোনের ক্ষতিকর দিক গুলো আলোচনা করেন। তিনি সম্মানিত ডিলার ও খামারিদের এন্টিবায়োটিক ও ক্ষতিকর হরমোনমুক্ত ফিড ব্যবহারে সচেষ্ট হওয়ার জন্য আহ্বান করেন।
খামারি ও ডিলারদের দোরগোড়ায় দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড গাজীপুরে তাদের নতুন ডিপো আনুষ্ঠানিকভাবে চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় অ্যান্টিবায়োটিক ও হরমোনমুক্ত নিরাপদ ফিড পৌঁছে দেওয়া নিশ্চিত হবে, অন্যদিকে স্থানীয় খামারিদের সরাসরি সহায়তার মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও গতিশীল ও সমৃদ্ধ করা সম্ভব হবে।
আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড বিশ্বাস করে, দেশের প্রতিটি প্রান্তে খামারিদের ক্ষমতায়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনীতি ও প্রবৃদ্ধিতে আফতাব বরাবরের মতো বিশেষ ভূমিকা পালন করে যাবে।
আফতাব পরিবারের সাথে থাকার জন্য সকল পরিবেশক, খামারি এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান।

Print Friendly, PDF & Email

Explore More Districts