মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদন-
শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রোগী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ গঠন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে ১৫ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটি গঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী নাজমুস সাকিব।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকে পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাইপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. ফজলুর রহমান, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল আলম প্রদ্রীপ, সাধারণ সম্পাদক মো. আলী রেজা, সাংবাদিক খান আবু হাসান, সাবেক ইউপি সদস্য শাহজাহান শেখ, মো. ইদ্রিস আলী মৃধা, মো. রোকন বিশ্বাস, মো. মকিদুল ইসলাম, মো. শাহজাহান আলী লিটন, মো. আব্দুস সালাম মিয়া, মো. মনিরুল ইসলাম মুক্ত প্রমূখ।
সভায় ১৫ সদস্য বিশিষ্ট কমিটির পদাধিকার সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আশরাফুজ্জামান লিটন, সহ-সভাপতি আবাইপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ও সহ-সাধারণ সম্পাদক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাদিয়া সুলতানা।
আলোচনা সভায় উঠে আসে কমিটিকে গতিশীল করে উপজেলার দুস্থ, অসহায়, হতদরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা প্রাপ্তিতে সহযোগিতা করা। যেন অসহায় পরিবারগুলো উপকৃত হতে পারে।
পোষ্ট শেয়ার করুন

