সখীপুর-বাসাইলে গণসংযোগ জোরদার করেছেন আহমেদ আযম খান – News Tangail

সখীপুর-বাসাইলে গণসংযোগ জোরদার করেছেন আহমেদ আযম খান – News Tangail

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান সখীপুরে গণসংযোগ ও নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।

সোমবার দিনব্যাপী সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক ও যুবসমাজের সমস্যা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

আহমেদ আযম খান বলেন, সখিপুর ও বাসাইলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেলে এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি অগ্রাধিকার দেবেন।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, তৃণমূল পর্যায়ে আহমেদ আযম খানের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

স্থানীয় অনেক ভোটার বলেন, অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে তারা আহমেদ আযম খানকে দেখতে চান এবং এলাকার উন্নয়নে তার ভূমিকার ওপর আস্থা রাখেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts