লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে (২১ ডিসেম্বর) সিলেটের রোজভিউ হোটেলে ‘ইঞ্জিনিয়ারস সামিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এই সামিটে সিলেট অঞ্চলের নেতৃস্থানীয় প্রকৌশলী, শিক্ষাবিদ এবং নির্মাণ শিল্পের পেশাজীবীরা অংশ নেন এবং ভূমিকম্প সহনশীলতা ও টেকসই নির্মাণে কংক্রিটের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এই সম্মেলনে বাংলাদেশের ক্রমবর্ধমান দুর্যোগ সহনশীল অবকাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরতে একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান। তিনি ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে উচ্চগুণগতমানসম্পন্ন নির্মাণসামগ্রী এবং উন্নত ইঞ্জিনিয়ারিং পদ্ধতির অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মূল প্রবন্ধ উপস্থাপনার পর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়ারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমদ এবং আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাস। প্যানেল আলোচনা সেশনে মডারেটর ছিলেন লাফার্জহোলসিম এর হেড অব ইনোভেশন অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসেস ফখরুদ্দিন মোহাম্মদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাফার্জহোলসিম এর কমার্শিয়াল অ্যান্ড লজিস্টিকস ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুল হক।
বিশেষ অতিথি’র বক্তব্যে সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে টেকসই নির্মাণ সমাধান প্রদানের ক্ষেত্রে কোম্পানির অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করে মোহাম্মদ মাহফুজুল হক বলেন “লাফার্জহোলসিমে আমরা বিশ্বাস করি, টেকসই নির্মাণ মানে কেবল দীর্ঘস্থায়িত্ব নয়, বরং এটি আমাদের জনপদের নিরাপত্তা এবং প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতাও। বুয়েট এবং শাবিপ্রবি’র মেধাবী গবেষক ও বিশেষজ্ঞদের একত্রিত করার মাধ্যমে আমাদের লক্ষ্য হলো তাত্ত্বিক গবেষণা এবং ব্যবহারিক প্রয়োগের মধ্যে সমন্বয় সাধন করা। এর ফলে ভবিষ্যতের অবকাঠামো আজকের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সক্ষম হবে।”
ফখরুদ্দিন মোহাম্মদ খান একটি টেকনিক্যাল উপস্থাপনা পরিবেশন করেন যেখানে তিনি সুপারক্রিট এবং হোলসিম এর মতো পণ্যগুলো কেন অনন্য এবং প্রতিকূল পরিবেশে ভবনের কাঠামো মজবুত রাখতে ও ভূমিকম্প প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিতে এই পণ্যগুলোর ভূমিকা বিশেষভাবে তুলে ধরেন।
সামিটে অংশগ্রহণকারীরা সিলেটে এই সম্মেলনের আয়োজন করার জন্য লাফার্জহোলসিম বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং তারা উল্লেখ করেন যে, দেশের অন্যতম প্রধান উচ্চ-ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে এই এলাকার ঝুঁকি মোকাবিলায় এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সমাপ্ত হয়, যেখানে সিলেট অঞ্চলের স্থানীয় প্রকৌশলী এবং স্থপতিরা বক্তাদের সাথে সুপারক্রিট এবং হোলসিমের উদ্ভাবনী পণ্য ব্যবহার করে ভূমিকম্প প্রতিরোধী নঁকশা বাস্তবায়নের ব্যবহারিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
নির্মাণসামগ্রী শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে লাফার্জহোলসিম দেশজুড়ে পরিবেশবান্ধব নির্মাণ পদ্ধতি এবং কারিগরি উৎকর্ষতাকে উৎসাহিত করতে নিরন্তর অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।অনুষ্ঠানে লাফার্জহোলসিম এর রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুল ইসলাম সহ কোম্পানি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


