| ২১ December ২০২৫ Sunday ৯:৫৮:৪০ PM | |
নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসন থেকে ভোটে অংশ নিতে নয়জন প্রার্থী ১০টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল রিটানিং কর্মকর্তার মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী- ১৭ ডিসেম্বর থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। এর মধ্যে বরিশাল-১ আসন থেকে মুসলিম লীগের আব্দুল কুদ্দুস ও স্বতন্ত্র হিসেবে বিএনপি নেতা আব্দুস সোবহান, বরিশাল-২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ, বাসদের তরিকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ ছাড়া বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ও ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম, বরিশাল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম ও বাসদের মনীষা চক্রবর্ত্তী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তবে বরিশাল-৪ আসন থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানিয়েছে রিটানিং কর্মকর্তার মিডিয়া সেল।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


