মঠবাড়িয়ায় দাঁড়িয়ে থেকে পিতার ঘর জ্বা’লি’য়ে দিলেন পুত্র

মঠবাড়িয়ায় দাঁড়িয়ে থেকে পিতার ঘর জ্বা’লি’য়ে দিলেন পুত্র

২১ December ২০২৫ Sunday ২:৩৯:০৭ PM

Print this E-mail this


মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

মঠবাড়িয়ায় দাঁড়িয়ে থেকে পিতার ঘর জ্বা’লি’য়ে দিলেন পুত্র

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নুরুল হক মোল্লার বসতঘরে আগুন লাগিয়ে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ ঘর পুড়িয়ে দিলেন তারই পুত্র শাহীন।

নুরুল হক মোল্লা তাফালবাড়ীয়া গ্রামের মৃত ইসমাইল মোল্লার পুত্র ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার। শাহীন নুরুল হক মোল্লার বড় পুত্র ও সৌদি প্রবাসী।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে হঠাৎ শাহীন কর্তৃক তার পিতার বসতঘরে আগুন দেয়ার খবর পেয়ে স্থানীয় এবং ফায়ার সার্ভিস কর্মীরা এগিয়ে আসেন। শাহীন দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাদের বাধাগ্রস্থ করেন।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার আবুল কালাম বলেন, খবর পেয়ে আমরা টিম সহ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর প্রস্তুতি নেই। এতে শাহীন আমাদের ধারালো দা নিয়ে তাড়া করে আগুন নেভাতে বাধা দেয়। এ সময় স্থানীয়রা আমাদেরকে সহযোগিতা করতে এলে তাদেরকেও একইভাবে বাঁধা দেয় শাহীন। এক পর্যায়ে থানা পুলিশের উপস্থিতি ও সহায়তায় আগুন নেভাতে সক্ষম হই। তবে এতে সম্পূর্ণ বসতঘরটি আগুনে পুড়ে যায়। সময় মত কাজ শুরু করতে পারলে আংশিক ক্ষয় ক্ষতি হতো, তবে ঘরটি রক্ষা করা যেত।

নুরুল হক মোল্লা বলেন, আমার ছেলে সৌদি আরবে হোন্ডির ব্যবসা করে, কয়েক বছর আগে তাকে ৫০ লক্ষ টাকা ঋণ উঠিয়ে দিয়েছি। আবারো সে এসে আমার কাছে ঋণ উঠিয়ে দিতে বলে। আমি না দিতে পারায় ঝগড়া বিবাদের একপর্যায়ে সকালে শাহীন আমার সামনে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমার থাকার আর কোন জায়গা নেই। ঘরের মধ্যে গ্যাস ছেড়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার কারণে দ্রুত ঘরটি পুড়ে যায় এবং স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং আমাকে কোন একটি বস্তুও ঘর থেকে সরাতে দেয়নি এবং আগুন নেভাতে দেয়নি। আমার কিছুই নেই। সব শেষ হয়ে গেছে।

মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস বলেন, বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলা সহ সার্বিক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts