
মহান বিজয় দিবসের গৌরবময় দিনে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বড়লেখা মানবসেবা সংস্থা। সংগঠনের প্রবাসী দাতা সদস্যদের অর্থায়নে উপজেলার অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে শীতার্ত মানুষের মুখে হাসি ফোটে। শীতবস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বড়লেখা মানবসেবা সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম শুভ’র সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান ফরহাদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোস্তফা উদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার সভাপতি ও দৈনিক কালবেলা বড়লেখা প্রতিনিধি সাংবাদিক তাহমিদ ইশাদ রিপন, বড়লেখা মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য ও ডাচ্ বাংলা ব্যাংক বড়লেখা শাখার কর্মকর্তা আমিনুল বাবলু, উত্তর সুজানগর মায়া বেগম মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুর রহমান, উত্তর চৌমুহনী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ লুৎফুর রহমান, ধারাভাষ্যকার আহমেদ নোমান, নিসচা বড়লেখা শাখার সহ-দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক নূরে আলম মোহন এছাড়া আরও উপস্থিত ছিলেন মানবসেবা সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বড়লেখা মানবসেবা সংস্থা দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। প্রবাসী দাতা সদস্যদের আন্তরিক সহযোগিতায় এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সভাপতির বক্তব্য শেষে সংগঠনের প্রবাসী দাতা সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন উত্তর সুজানগর মায়া বেগম নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুর রহমান এবং পরবর্তীতে উপস্থিত অতিথিদের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।


